বিএনপিকে নিয়ে ভারতের মন্ত্রীদের দেয়া বক্তব্য অসত্য: ফখরুল
দুই দেশের স্বার্থ রক্ষায় বিএনপিকে জড়িয়ে ভারতীয় পার্লামেন্টে মন্ত্রীরা যে বক্তব্য দিয়েছে তা অসত্য, মিথ্যা ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (২২ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন মির্জা ফখরুল। এসময় তিনি ভারতীয় মন্ত্রীদের বক্তব্য প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন। মির্জা ফখরুল বলেন, স্বাধীনতা সার্বভৌমত্ব যখন হুমকির মুখে তখন বাংলাদেশ সরকার নির্বিকার ভূমিকা পালন করে এনআরসিকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের সীমান্তে ভারতীয় মুসলিম সংখ্যালঘুদের পুশইন চলছে দাবি করে ফখরুল বলেন, এ নিয়ে ভারতে প্রতিবাদের পাশাপাশি সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়েছে। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে মিয়ানমার যেভাবে রোহিঙ্গাদের স্টেটলেস করে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য করেছে ঠিক তেমনি ভারত এনআরসি জটিলতায় সংখ্যালঘু ভারতীয় মুসলিমদের জোর করে বাংলাদেশে পুশইন করার প্রক্রিয়া চালাচ্ছে'। এনআরসি নিয়ে সরকারের নির্বিকার ভূমিকা, দেশের সার্বভৌমত্ব ও দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান বলেও তিনি দাবি করেন।